টঙ্গীতে জাতীয় পার্টির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক পুলিশের নিষেধাজ্ঞা।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে জাতীয় পার্টির জিএম কাদের সমর্থিত ও বিদিশা এরশাদ সমর্থিত দুই পক্ষের একই স্থানে কর্মীসভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে দুই সভা বন্ধ করে দিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার বিকেলে স্থানীয় টিএন্ডটি বাজার এলাকায় একই স্থানে কর্মীসভা আহবান করে দুই পক্ষ। সরেজমিনে সভা স্থল ঘুরে জানা যায়, টিএন্ডটি বাজার ইলিয়াস মার্কেট এলাকায় শুক্রবার সন্ধ্যার পর থেকে স্টেজ নির্মাণ করতে প্রস্তুতি নেয় উভয় পক্ষ। সেই সাথে স্থানীয় থানায় লিখিত ভাবে অবহিত করে দুইপক্ষ। এরপর দফায় দফায় উভয় পক্ষের সাথে আলোচনা করে স্থানীয় প্রশাসন। পরে এক পর্যায়ে উভয়পক্ষকে কর্মীসভা না করতে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। এবিষয়ে জানতে চাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টি টঙ্গী পূর্ব থানার সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষে পূর্ব নির্ধারিত কর্মসুচীর অংশ হিসাবে ২৪ তারিখ বিকেলে টিএন্ডটি বাজার এলাকায় কর্মীসভা আহবান করা হয়। শুক্রবার মধ্যরাতে প্রশাসনের কর্তা ব্যাক্তিরা ফোন করে সভা বন্ধ রাখার কথা বলেন এবং সভাস্থলে তৈরী করা মঞ্চ খুলে নিয়ে যান। পুলিশের নির্দেশনা অনুযায়ী আজকের কর্মী সভা স্থগিত করা হয়েছে। বিদিশা এরশাদপন্থী জাতীয় পার্টি টঙ্গী পূর্ব থানার আহবায়ক ফজলুল হক বলেন, পূর্ব নির্ধারিত কর্মসুচীর অংশ হিসাবে আগামী ২৬ নভেম্বর জাতীয়পার্টির সম্মেলন উপলক্ষে টিএন্ডটি বাজার এলাকায় কর্মী সভা আহ্বান করা হয়। শনিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ একই স্থানে দুটি সভা নিষিদ্ধ করলে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের কর্মসূচি স্থগিত করেছি। আগামীতে দিনক্ষণ নির্ধারণ করে এই কর্মসূচি পালন করা হবে ইনশাল্লাহ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, জাতীয় পার্টির দুই গ্রুপ একই স্থানে একই সময় পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় উভয়পক্ষের কর্মসুচী বন্ধ করে দেওয়া হয়েছে।